Showing posts with label Hacking. Show all posts
Showing posts with label Hacking. Show all posts

Monday, February 6, 2017

Learn UNIX/LINUX

1. Learn UNIX/LINUX

linux operating system
UNIX/LINUX is an open source operating system which provides better security to computer systems. It was first developed by AT&T in Bell labs and contributed a lot in the world of security. You should install LINUX freely available open source versions on your desktops as without learning UNIX/LINUX, it is not possible to become a hacker.

12 Simple Steps To Become A Hacker

 12 Simple Steps To Become A HackerHacking is an engaging field but it is surely not easy. To become a hacker one has to have an attitude and curiosity of learning and adapting new skills. You must have a deep knowledge of computer systems, programming languages, operating systems and the journey of learning goes on and on. Some people think that a hacker is always a criminal and do illegal activities but they are wrong. Actually many big companies hire hackers to protect their systems and information and are highly paid. We have prepared a list of 12 most important steps necessary to become a hacker, have a deeper look

Android App Development – A Blessing For Diversified Business Needs

 
To say that with the advancement in technology, businesses are looking for new and improved methods to reap its benefits won't be an understatement. Nowadays, the mobile platforms are surging as customer's preferences and their behaviour are spilling into the business workforce. Users admire to access the business apps and info via mobile technology.
 Android App Development – A Blessing For Diversified Business Needs The adoption of rapidly expanding mobile technology across the world has facilitated several businesses to manage their jobs with ease and maintain a superior presence in the marketplace. Many businesses have reaped its benefits for boosting their productivity and delivering outstanding performance.
Observing the current stats and analytics, it can be said that Android is the most popular and admired platform in the mobile realm. It has evolved over the years and interestingly blossomed into a top leading mobile OS with the consistent support of Google that helps keep it updated with the latest technicalities and development.
Since Android Application Development Services being a free, open-source mobile platform encourage developers to conveniently contribute to the Android development and enhance its features with superior and advanced functionalities. There are over 1 million Android apps in the Google Play store, around 71% mobile developers are contributing in its development and more than 1 billion active Android users; hence, it can be depicted that how huge is the customer base of this platform. It thus, allows businesses to easily target a wider group of audiences and promote their products and services.

The SSL Certificate and Your Website’s Security

SSL Certificate and Website Security
Add caption

When you are surfing the internet, a lot of information is being exchanged between the web host and the device being used to surf the internet. This type of information can always be easily breached by hackers, especially if it involves online transactions and this has always been a major issue when dealing with the internet. Nowadays, cases of online theft are becoming increasingly popular. There is one way of determining whether a site is safe to use through an SSL Certificate which is powered by the beauty of cryptography.

Friday, February 3, 2017

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জনের ১৫টি গুরুত্বপুর্ণ ধাপ



ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জনের ১৫টি গুরুত্বপুর্ণ ধাপ

ফ্রিল্যান্সিং করে বাড়িতে বসে বড়লোক কীভাবে হওয়া যাবে? (সহিহ শুদ্ধ পথ কোন ভেজাল নেই)। জ্বি ভাই হওয়া যাবে, তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করি?
আপনি অনার্স+ মাস্টার্স পাশ করতে কত দিন টাইম নিয়েছেন? যদি ৬ বছর হয়ে থাকে মনে রাখুন।
আপনি অনার্স+ মাস্টার্স পাশ না। ছোট বেলায় কারিগরি কাজ শিখেছেন? কত বছর টাইম লেগেছে? ৪ থেকে ৫ বছর। মনে রাখুন।
এখন আপনার আয় কত আর প্রথমে কত ছিল? এখন ২০ হাজার। প্রথমে ভার্সিটির পিছনে শুধু টাকা ঢালছি অথবা ওস্তাদের কাছে ফ্রি কাজ শিখছি, আর কাজ করছি। তাহলে আপনি যদি বাড়িতে বসে বড়লোক হতে চান তাহলে আপনার আইটি ও টেকনিক্যাল বিষয়ে প্রচুর আগ্রহ থাকতে হবে। প্রচুর ধৈর্য থাকতে হবে। মেধা কিছুটা ভালো হতে হবে
প্রসিডিউরঃ
প্রথমে প্রচুর নেটে সার্চ দিন। যেই বিষয়ে আয় করবেন সেই বিষয়ে যত বাংলা ইংরেজী আর্টিকেল আছে পড়ুন।
এরপর একটা সাবজেক্ট ফিক্স করুন যা আপনার ভালো লাগে আর আপনি পারবেন।
এই সম্পর্কিত যত ট্রেনিং আছে তা করে ফেলুন। ট্রেনিং করার আগে ঐ বিষয়ে বাংলা ইংরেজী ভিডিও টিউটোরিয়াল টেক্সট টিউটোরিয়াল পড়ুন।
এরপর ট্রেনিং-এ ভর্তি হয়ে যান।
এরপর রিয়েল টাইম কিছু প্রজেক্ট বানান। এরপর কোন কোম্পানি বা সিনিয়র ফ্রিল্যান্সার এর হাত পা ধরুন যাতে আপনাকে তার আন্ডারে বিনা বেতনে ১ বছর ইন্টার্নি করার সুযোগ দেয়। আপনি নিজের টাকা খরচ করে তার অফিসে যাবেন আসবেন বিনিময়ে মাস শেষে এক টাকাও পাবেন না এই নিয়তে কাজ শুরু করুন। (এই সময় হাংকি পাংকি চলবে না। মানে বেতন দেয় না তাই দেরি করে অফিসে আসবেন। কাজ ঠিকঠাক মত করবেন না, ক্লায়েন্ট নিয়ে ভাগবেন- এইগুলো করবেন না। ) তার ইনস্ট্রাকশনে কাজ করুন। কাজ বুঝুন।
ইংরেজীতে দক্ষ হতে সাইফুরস বা এফএম মেথডে যত স্পোকেন রিলেটেড বেসিক অ্যাডভান্সড কোর্স আছে সবগুলো করুন।

এরপর পার্সপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট সব রেডি রাখুন। স্কিল, পেওনিয়ার এর একাউন্ট খুলে ফেলুন।
এইবার ১ বছর পার হইলে ইন্টার্নি শেষ হলে বাসায় হাই স্পিড-এর নেট-এর লাইন নিন।
ওডেস্ক , ইল্যান্স, ফ্রীল্যান্সার এর যত পরীক্ষা আছে এই রিলেটেড ব্লগগুলো যত আছে সবগুলো ঘাঁটুন। পরীক্ষা দেওয়ার জন্য থিওরি সব আয়ত্তে আনুন।

এবার একযোগে ওডেস্ক, ইল্যান্স, পিপল আর আওয়ার এবং ফ্রিল্যান্সার-এর একাউন্ট খুলুন।
সবগুলোর আইডি ভেরিফাই করুন, পরীক্ষা দিয়ে ১০০% প্রোফাইল কমপ্লিট করুন।
এরপর বিড করুন। ৩ সপ্তাহ টানা বিড করুন। একটা না একটা কাজ পাবেনই।
প্রথম কাজ খুব মনোযোগ দিয়ে করুন। ভালো ফিডব্যাক নিন।

এরপর ১ বছর লোয়ার অথবা মিড লেভেলের কাজ করুন। এর পরের বছর হাই লেভেলের কাজ করুন।
পরের বছর থেকে আপনার ন্যুনতম আয় ৩ হাজার ডলার হবে। টোটাল টাইম লাগবে আড়াই বছর। দুনিয়াতে কোনো জব নেই যেখানে ইনিশিয়াল বেতন ১০ হাজার টাকা হলে আড়াই বছর পরে বেতন আড়াই লাখ টাকা হবে। ১ বছর কাজ করুন। দেখবেন ব্যাংক ব্যালেন্স ৩০ থেকে ৪০ লাখ টাকা হয়েছে। এই মেথড কেউ অ্যাপ্লাই করার পরে যদি টাকা কামাতে না পারেন তাহলে আমি তার অ্যাকাউন্টে ৪০ লাখ টাকা দিয়ে দিবো। তবে শর্ত একটাই আমার পুরা মেথড ১০০% মেনে চলতে হবে। সব শর্তসহ